কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে টি এম কামাল: প্রাকৃতিক সম্পদ হচ্ছে বালু। আর এ বালু নিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে চলছে হরিলুট কারবার। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ এলাকার কতিপয় ব্যক্তি। ওরা ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এ অবৈধ কাজটি বীর দর্পে করে যাচ্ছে।
গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে, কাজিপুরের পশ্চিমাঞ্চল তথা ঢেকুরিয়া, নতুন মেঘাই, শুভগাছা ও মেঘাই এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলন করে স্থানে স্থানে রাখা হয়েছে। একাধিক ড্রেজার মেশিন ও অসংখ্য শ্রমিক দিয়ে বালু তোলা হচ্ছে।
আর এসব স্তূপ ও ট্রাক ভর্তি করে বালু বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ওই সব এলাকায় লিজ ছাড়াই স্থানীয় নেতারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু বিক্রি করছে। আর এসব বালু সিরাজগঞ্জ-কাজিপুর, কাজিপুর-ধুনট-শেরপুরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পাচার করছে। এতে করে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, বালু উত্তোলন ব্যক্তিদের নামে কোনও লিজ নেই। তারা প্রশাসনকে ম্যানেজ করে এ কাজ দেদারছে চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে প্রশাসনের আশু নজর দেওয়া প্রয়োজন বলে এলাকার সচেতন মহল মনে করছে।
Leave a Reply