চুয়াডাঙ্গা থেকে মিরাজুল ইসলাম: চুয়াডাঙ্গা -৬বিজিবি অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী সুলতানপুর মাঠ থেকে ৬শ’৮৮ ভরি রুপার চেইন আটক করেছে। আটককৃত রুপার চেইনের মূল্য ১৩লক্ষ ৭৬ হাজার টাকা। শনিবার ভোরে এই রুপার চেইন আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক আমির মজিদ জানান, শনিবার ভোর ৫টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়া গোপন সুত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সুলতানপুর গ্রামের মাঠে ওৎ পেতে থাকে।
এসময় ভোর সাড়ে ৫ টার দিকে একজন লোক একটি ব্যাগ নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছে তখন টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। টহল দল ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় আটক করে তার ভিতর থেকে ৬শ’ ৮৮ ভরি ভারতীয় রুপার চেইন উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার চেইনের আনুমানিক মূল্য তের লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বলে বিজিব জানায়। আটককৃত মালামাল কাস্টমস এ জমা দেওয় হয়েছে।
Leave a Reply