সিরাজগঞ্জ প্রতিনিধি: আমরা জয় করব নিজেকে, জয় করব এই দেশের মানুষ কে ,জয় করব এই দেশ কে, এই আমাদের অঙ্গিকার ,এই শ্লোগানকে সামনে রেখে। সিরাজগঞ্জের অধিকার বঞ্চিত নির্যাতিত, অসহায় ও শ্রম জীবী শিশু কিশোরদের অধিকার আদায়ে সর্বস্ত শিশুকিশোরদের উজ্জল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই শিশু সংসদ নির্বাচন শুক্রবার ১৮ নভেম্বর সিরাজগঞ্জ জ্ঞানদানি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনের,প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বিএনসিপির উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপ-কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও তরুন সাংবাদিক আশরাফুল ইসলাম (আসিফ) এবং সাংবাদিক সোহাগ হাসান জয়। নির্বাচন শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে।
তুমল প্রতিদন্ধিতার মধ্যে উক্ত শিশু সংসদ নির্বাচনে যারা ২৫ পদে নির্বাচিত হয়েছেন এবং ভোট পেয়েছেন তারা হলেন, দীপংকর ভদ্র দীপ্ত(৭১) সন্দিপ সাহা(৭২), বি এম আলভি(৭০), মীম ইয়াসমিন(৭১), আলিম উল রাজী সিয়াম(৬৭), উদ্ভব ভৌমিক(৬৬), রবিউল হক (৭২), রুবিনা (৭০), রাশিদুল হাসান(৬৭), নাসরিন ইসলাম নিপা(৬৫), ফারহানা নাজনীন প্রিতি (৬৮). পিয়াংকা ভদ্র প্রিয়া(৬৯), নাছরিন খাতুন(৬৮),রেজাই রাব্বি ( ৬৮), রজনী খাতুন( ৬৭) ,উম্মেহাবিবা হিমু (৬৫), উর্মি জাহান (৭০), ইমন হোসেন(৬৮), মাহাদী হাসান(৬৮), নুর ইসলাম (৬৭) আদেল খান(৬৯), ফাহিম আহমেদ(৬৮), ইমা (৬৯) । পরে উক্ত প্রদেশিক নির্বাচনে দীপংকর ভদ্র দীপ্তকে প্রেসিডেন্ট ও সন্দিপ সাহাকে মুখ্য মন্ত্রি করে শিশু সংসদ গঠন করা হবে।
Leave a Reply