শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আয়োজনে শেরুয়া বটতলায় দি চাইল্ড কেয়ার ইন্টারন্যাশনাল হাইস্কুলে স্কুল ব্যাংকিং কনফারেন্সিং অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের সঞ্চয় মনোভাবাপন্ন হিসেবে গড়ে তুলতে এই কার্যক্রম।
১৬ নভেম্বর বুধবার দুপুর ১২টায় স্কুল চত্ত্বরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ম্যানেজার আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জোনাল হেড এসভিপি মজিবর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, পরিচালক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বশির উদ্দিন, প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, তোফায়েল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন এখন থেকে যদি ছাত্র-ছাত্রীদের সঞ্চয় মনোভাবাপন্ন করে গড়ে তোলা যায় তাহলে ভভিষ্যতে তাদের পড়াশুনার ব্যবাপারে আর বাবা মাকে চিন্ত করতে হবেনা। কেননা এই ১০/১২ বছরে তার এ্যাকাউন্টে যে পরিমান টাকা জমা হবে তা দিয়েই তার উচ্চশিক্ষার ব্যবস্থা হয়ে যাবে। অনুষ্ঠানে স্কুলের ৪ শতাধিক ছাত্র-ছাত্রীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply