স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান মামলা দায়েরের ব্যপারে বলেন মামলায় সারবোঝাই ট্রাকের চালক মো. ফজলু মোল্লাকে (৪৫) আসামি করা হয়েছে।
তিনি পাবনার আমিনপুর উপজেলার বসন্তপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে। কুড়িগ্রাম পুলিশ বেতারের সহকারী উপ- পরিদর্শক (এএসআই) রুবেল চৌধুরী বাদী হয়ে রোববার (১৩ নভেম্বর)
রাতে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। ইতি মধ্যেই মামলার আসামি মো. ফজলু মোল্লাকে অাটক করা হয়েছে। উল্লেখ্য গত শনিবার (১২ নভেম্বর)
দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজারসারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হন।
Leave a Reply