ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, ক্রীড়া মানুষকে শৃঙ্খলিত হওয়ার শিক্ষা দেয়। মানসিক বিকাশ সাধনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। আবার ক্রীড়া প্রতিযোগিতা মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম। তিনি বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে মাদকের আগ্রাসন থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব। এজন্য সরকার লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় জোড় দিয়েছে। এলক্ষ্যে সরকারের নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
শুক্রবার বগুড়ার ধুনটে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ ইব্রাহীম, শেরপুর উপজেলা নির্বাহি অফিসার একেএম সারোয়ার জাহান, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মদ এরফান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই
খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, যুগ্ম সম্পাদক রাশেদ আলামীন আলম ও সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনি।
ফাইনাল খেলায় চিকাশী ফুটবল একাদশ ১-০ গোলে শেরপুর উপজেলা মোজাহার আলী স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আজগর মান্নান।
Leave a Reply