ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, জনগনের সেবা নিশ্চিত হলে সরকারের লক্ষ্য অর্জিত হবে। এজন্য সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিক হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, সরকার মানুষের দরজায় সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিদের উন্নয়ন ও সাফল্য জনগনের মাঝে তুলে ধরতে হবে। সেবা গ্রহনে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারী কর্মকর্তা-জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ ইব্রাহীম, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নূরজাহান আক্তার রিক্তা, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল
কাদির শিপন, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ সেলিম ও গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন।
সভায় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আ.ক.ম সানাউল মোস্তফা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
Leave a Reply