চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাইক্রোবাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জি এম ছাইদুর রহমান নামের এক কারারক্ষী নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী সুত্রে জানাযায়, বুধবার বিকাল ৫টার চুয়াডাঙ্গা গামী মাইক্রোবার নং-ঢাকা মেট্রো-গ ১১-৭৭৪৯ কোষাঘাটা নামকস্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা চুয়াডাঙ্গা জেলা কারারক্ষী জিএম ছাইদুর রহমানের পালছার মোটরছাইকেল নিয়ে দামুড়হুদায় বাজার করতে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জি এম ছাইদুর রহমান মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে মাইক্রোবাস তার বুকের উপর দিয়ে গেলে ঘটনা স্থলেই সে মারা যায়।
দামুড়হুদা মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসে। এসময় তার প্যান্টের পকেটে থাকা আইডি কার্ড দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। মডেল থানা পুলিশ মাইক্রোবাসসহ চালক চুয়াডাঙ্গার জাফরপুরের রহিম মন্ডল এর ছেলে ফিরোজকে আটক করেছে।
নিহত জিএম ছাইদুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়ার ইবাদুল্লার ছেলে ও চুয়ডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষী। ঐ রাতেই লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা পাঠানে হয়েছে। ময়না তদন্ত শেষে বৃহস্পিতিবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply