সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ইভটিজিং করার দায়ে ২ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ড প্রাপ্তরা হলেন,উপজেলার সুবর্ণসাড়া গ্রামের গোলাম শরিফ মন্ডলের পুত্র তাজ উদ্দিন আহম্মেদ (২৫) ও একই এলাকার মৃত গোলাম মোস্তফার পুত্র রাশেদুজ্জামান (২৪)।
বুধবার দুপুরে পৌর এলাকার আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট থেকে তাদেরকে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।
বেলকুচি থানার উপ-সহকারী পরিদর্শক মুক্তার হাসান জানান, দন্ডপ্রাপ্তরা বিভিন্ন সময় ওই বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার দুপুরে তারাসহ ৪ ইভটিজার উক্ত স্থানে গিয়ে মেয়েদেরকে উত্যক্ত করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উক্তস্থান থেকে ওই ২জনকে আটক করে। এসময় অপর ২ জন পালিয়ে যায়। পরে বিকেলে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান এ রায় প্রদান করেন।
Leave a Reply