বগুড়া থেকে খালিদ হাসান: মেজর জিয়াউর রহমান কর্তৃক মুক্তিযোদ্ধা ও সেনা হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা অাওয়ামীলীগ। সোমবার বেলা ১১ টার দিকে শহরের সাতমাথায় এ বিক্ষোভ সমাবেশের অায়োজন করা হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু।
এছারা সমাবেশে অারও বক্তব্য রাখেন জেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অাসাদুজ্জামান দুলু,প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রনি,সদস্য অাবু সুফিয়ান,জেলা যুবলীগ সভাপতি সুভাশিষ পোদ্দার লিটন,সরকারি অাজিজুল হক কলেজ ছাত্রলীগ সেক্রেটারী অাব্দুর রউফ,শাহ সুলতান কলেজ সভাপতি বিশ্বজিত কুমার শাহা,পৌর ছাত্রলীগ সভাপতি অাতাউর রহমান অাতা প্রমুখ।
সমাবেশে বক্তারা জিয়াউর রহমানকে খুনি অাখ্যা দিয়ে তার মরোনত্বর শাস্তির দাবি জানান। সেই সাথে বিএনপি জামায়াতের সকল অপচেষ্টা রুখতে অাওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকলকে সজাগ থাকার অাহ্বান জানান বক্তারা।
Leave a Reply