রাজশাহী বুরো প্রতিনিধি : রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকা থেকে ৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে মতিহার থানা পুলিশ কাটাখালী এলাকার পোস্টে এ ৫টি ককটেল উদ্ধার করে।
নগরীর মতিহার থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সুশান্ত কুমার রায় এ ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে থাকি। এর ফলে রাজশাহী মহানগরীর ভেতরে কেউ অস্ত্র বা গোলাবারুদ নিয়ে প্রবেশ করতে পরে না।
সন্তাসীরা দুর থেকে আমাদের দেখে এ ককটেল সদৃশ বস্তু গুলো ফেলে রেখ চলে যায়। পরে মতিহার থানা পুলিশেকে বিষয়টি এলাকবাসী দেখে জানালে পুলিশ এসে একটি ব্যগে থাকা ৫টি ককটেল উদ্ধার করে।
তিনি আরো বলেন, আমরা নগরবাসীর নিরাপত্তার জন্যই মূলত এই চেকপোস্ট পরিচালনা করে থাকে। এখনে নগরীর ভেতরে আসা সন্দেহ ভাজন পরিবহন, মোটরসাইকেলগেুলো তল্লাশী করা হয়। এবং কিছু না পেলে তাদের ছেড়ে দেয়া হয়। উদ্ধারকৃত বোমা গুলো নিশক্রিয় করা হয়েছে। বর্তমানে সেগুলো পুলিশ হেফাজতে আছে ।
Leave a Reply