টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার (৬নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় সময় কালিহাতীর পেট্রোল পাম্পের সামনে রাস্তা পাড়া পাড়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই জেএসসি
পরীক্ষার্থী জয় তালুকদার (১৩) নিহত হয়। জানা যায়, জয় কালিহাতী সদরের ঘুনী গ্রামে তার মামার বাড়িতে থেকে লেখাপড়া করত। সে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দোবগাতি গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে।
নিহতের মামা আনোয়ার হোসেন এশিয়ানবার্তার সংবাদকমীকে জানায়, নিহত জয় তালুকদার কালিহাতী আর.এস পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি
পরীক্ষায় এবার অংশ নেয় এঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার আখেরুজ্জামান এশিয়ানবার্তাকে জানান, নিহতের জয়ের লাশ দ্রুত পরিবারের নিকট হন্তান্তর করার প্রক্রিয়া চলছে। এবং ঘাতক ট্রাকটি প্লেট নং (ঢাকা মেট্রো-ট-১৩-২৯৮৮) ও চালককে আটক করা হয়েছে।
Leave a Reply