গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার সকাল ১০-১১টা এফ ইউনিট এবং দুপুর ২-৩টা পর্যন্ত জি ইউনিট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর সাথে শেষ হলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা।
এফ ও জি ইউনিটের পরীক্ষায় প্রায় ৮০% শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ২টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সকলের সহযোগিতায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ০৮টি ইউনিটের অধীনে ২৩ বিভাগে সর্বমোট ২২০৭ টি আসনের জন্য ৬৭,৭৬০ জন শিক্ষার্থী আবেদন করে।
Leave a Reply