গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৪৫-তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা সমবায় ইউনিয়ন লিঃ এর উদ্যোগে গোপালগঞ্জ সেন্ট্রাল কো-আপারেটিভ ব্যাংক প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত অলী লেকু।
অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনকে জোরদার করার আহবান জানান। এরআগে সেন্ট্রাল কো-আপারেটিভ ব্যাংক চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
Leave a Reply