কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের রেহাইশুড়িবেড় দক্ষিন পাড়া থেকে ফাতেমা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রেহাইশুড়িবেড় গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আব্দুস সামাদ ও পুত্রবধুকে আটক করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় বৃদ্ধা ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। সকালে স্থানীয় এলাকাবাসী নিহতের নিজ ঘরে গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে। এসময় নিহতের ছেলে ও পুত্রবধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কাজিপুর থানার ডিউটি অফিসার এস আই সাইদুল ইসলাম জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রদিয়ে কাটার চিহ্ন রয়েছে। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে আসা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply