গাইবান্ধা আরিফ উদ্দিন:জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাসদ সোমবার বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ কর্ণেল আবু তাহের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র্যালী, আলোচনা সভা।
দলীয় কার্যালয়ে জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডা. একরাম হোসেন, জেলা সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি,
সেলেকুজ্জামান চৌধুরী রুবেল, তানজিমুল ইসলাম পিটার, কামাল আহমেদ, সুজন প্রসাদ, মামুনুর রশীদ রুবেল, নুর মোহাম্মদ বাবু, মিজানুর রহমান চুট্টু প্রমুখ। এর আগে একটি র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply