লালপুর ( নাটোর) প্রতিনিধি। নাটোরের লালপুরে স্থগিত হওয়া আর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতিক পেয়েছে ৬৯৫, আনারস পেয়েছে ১১৩, ধানের শীর্ষ পেয়েছে ১৬ ভোট।কেন্দ্রের ভোট সংখ্যা ১০০৫।
গত ৩১ মার্চ আনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৮ কেন্দ্রে ভোট গননা শেষে আওয়ামী লীগের নৌকা ২৯৭৩, সতন্ত্র আনারস ২৯১৯, বিএনপির ধানের শীর্ষ১৪০০ ভোট পায়।এতে নৌকা ৫৪ ভোটে এগিয়ে থাকে।
আজ ভোট গননা শেষে নৌকার মোট ভোট ৩৬৬৮ নিকটতম প্রতিদন্দী আনারস ৩০৩২, ধানের শীর্ষের ১৪০৬।
Leave a Reply