পাবনা প্রতিনিধি : পাবনার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ সোমবার ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোটাদের ভোটদানে বাধা দেয়া ও মারপিটের অভিযোগে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছে। ফলে নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মো: মিরাজুল ইসলাম বিশ্বাস বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি প্রার্থী মো: সেলিম খান।
তিনি পেয়েছেন ১ হাজার ৯৪৬ ভোট। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও দুইজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
আর-আতাইকুলা ইউনিয়নে উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৮৭ এবং মহিলা ১৪ হাজার ১৬। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি জানান, নির্বাচন সুষ্ঠু করতে ইউনিয়নে এক প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাব, পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করে।
উল্লেখ্য, আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কোরবান আলী বিশ্বাসের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি ভাবে নির্বাচিত মিরাজুল ইসলাম বিশ্বাস কোরবান আলী বিশ্বাসের একমাত্র ছেলে।
Leave a Reply