গাইবান্ধা থেকে আরিফ উদ্দিন: বিএনপি-জামায়াত-শিবির কর্তৃক ভোট কেন্দ্র দখল, কারচুপি ও নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেয়ার প্রতিবাদে পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্র্থী নির্বাচন বর্জন করেছে।
সোমবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্রার্থী একেএম আহমেদুল কবীর নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এব্যাপারে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
এসময় লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, হোসেনপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে একেএম আহমেদুল কবীরকে মনোনয়ন দেয়া হয়। গত ২৮ মার্চ নির্বাচনের দিন বিএনপি-জামায়াত-শিবিরের ক্যাডারা আমার নির্বাচনী এজেন্টদেরকে জোর পূর্বক বের করে দেয় এবং ওইদিন সকাল ১১টায় ভোট কেন্দ্রের বাহির থেকে গ্রেফতার করানো হয়। সোমবার পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হলে আবারও ওই জামায়াত-শিবির ক্যাডাররা স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল আমিন মন্ডলের (চশমা প্রতীক) সমর্থনে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্র এজেন্টদের বের করে দেন। এ
Leave a Reply