গাবতলী(বগুড়া) থেকে আতাউর রহমান : বিপুল উৎসাহ উদ্দিপনা যথাযথ সনাতন ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যেদিয়ে শনিবার রাতে বগুড়ার পীরগাছা কালী ও শিব মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কালীমাতা পুজা ও শাম্যা সংগীত । এ উপলক্ষে আলোচনা সভা মন্দির কমিটির সভাপতি শ্রী নিখিলেশ মুজমদারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা সভাপতি বাবু দিলীপ কুমার দেব। মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা সাধারন সম্পাদক সাগর কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) ইমদাদ হোসেন,বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা সাবেক সভাপতি অমৃতলাল সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া সদর সভাপতি, কালাচাদ সাহা,সাধারন সম্পাদক আশিষ কুমার রায়,লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, জেলা আ’লীগনেতা মাশরাফি হিরো, লাহিড়ীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আজহারুল
হান্নান রিপু, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, পীরগাছা বনিক সমিতির সাধারন সম্পাদক আলীউল রেজা,ওয়ার্ড ইউপি সদস্য রুবেল সাকিদার, এনামুল হক উকিল,ব্যবসায়ী জালাল উদ্দিন, নজরুল ইসলাম,ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অসীম সরকার,মন্দির কমিটির সদস্য ডাঃ অমল চন্দ্র বল,পবিত্র সাহা,অনন্ত চন্দ্র প্রমূখ। এউপলক্ষে রাতভর শ্যামা সংগীত পরিবেশিত হয়।
Leave a Reply