চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মহাম্মদিয়া দারুল উলস্ মাদ্রাসার কাছে কলেজ ছাত্রী আফরিন সুলতানা (১৭) কে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় মেহেদীসহ তার লোকজন। গত তিনদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত আফরিন উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার পাড়ার মনিরুজ্জামানের মেয়ে এবং আন্দুলবাড়িয়া কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্রী।
জানাযায়, গত বৃহস্পতিবার সকালে আফরিন সুলতানা কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আন্দুলবাড়ীয়া মহাম্মদিয়া দারুল উলস্ মাদ্রাসার কাছে পৌছুয়। এসময় একই এলাকার মেহেদী, রেজা শেখ, বিল্লাল হোসেন ও শিপন তাকে অস্ত্রের মুখে জিম্মিকরে মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়।
এঘটনার পর অপহৃতের বাবা মনিরুজ্জামান বাদীহয়ে মেহেদী, রেজা শেখ, বিল্লাল হোসেন ও শিপনের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপহরনের তিনদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, অপহৃতকে উদ্ধার ও আসামীদের আটক করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply