কাহালু (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার কাহালুতে মঙ্গলবার রাতে পৃথক দু’টি দূর্ঘটনায় শিশু সহ ২ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানাগেছে ঐ দিন বিকেলে রাফি(১২) নামক শিশুটি খেলার ছলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে না আসায় রাতে পরিবারের লোকজন তাকে সম্ভাব্য স্থানে খোজা-খূঁজি করে পায়নি।
পরের দিন সকাল ১০ টার দিকে বুড়ইল সারাই রাস্তার পার্শ্বে এক গর্তে স্থানীয় লোকজন ভাসমান মৃতদেহ দেখতে পান। জানাগেছে শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ছিল, রাফি উপজেলার আকেরশাল গ্রামের প্রবাসী আফতাব উদ্দিনের পুত্র। সে সারাই নানা বাড়ীতে থাকত।
অপরদিকে বগুড়া-নওগাঁ সড়কের মুরইল বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাকের নীচে চাপা পড়ে মুনছুর রহমান(৪৫)নামক এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়। মুনছুর রহমান নারহট্ট ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের খোদা বক্সের পুত্র বলে জানাগেছে।
Leave a Reply