গাইবান্ধা থেকে ফারুক হোসেন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫৫) ও বিউটি বেগম (৩৫) নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত: ১০ যাত্রী। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল জেলার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের শাফায়েত উল্যাহর ছেলে এবং বিউটি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ভগোবানপুর গ্রামের তোহিদুলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাইবান্ধা থেকে বগুড়াগামী নান্নু এন্টার প্রাইজের একটি যাত্রীবাস দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল নেওয়ার পথে বিউটি বেগমের মৃত্যু হয়। আহত হয় অন্তত: ১০ জন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার নিততের পরিচয় নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
https://youtu.be/BgqGnA4IMPE
Leave a Reply