লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সহকারী পরিসংখ্যান দিয়ে চলছে পরিসংখ্যান অফিস। লালপুরে পরিসংখ্যান কর্মকর্তার পদটি ফাঁকা রয়েছে প্রায় ৬ বছর ধরে। এ অফিসের অনুমোদিত পাঁচ পদের মধ্যে আরো ৩ পদ ফাঁকা রয়েছে। দুইজন পরিসংখ্যান সহকারী চালাচ্ছেন এ অফিসটি। অফিস সূত্র জানা যায়, বাগাতিপাড়া পরিসংখ্যান কর্মকর্তা ওমর আলী সপ্তাহে দু-একদিন এসে গুরত্বপূর্ণ ফাইলগুলোয় স্বাক্ষর করছেন। পরিসংখ্যান অফিস কর্মকর্তা না থাকায় মাঠপর্যায়ের সকল কাজ সহকারী পরিসংখ্যান দিয়ে চলছে।
জুনিয়র পরিসংখ্যান সহকারী গবিন্দ্র চন্দ্র দেব শর্মা বলেন, লালপুরে সর্বশেষ পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হান্নান। এর পর আর কোনো অফিসারকে লালপুরে পদায়ন করা হয়নি। ফলে ২০১০ থেকে পদটি ফাঁকা রয়েছে। এ ছাড়া পরিসংখ্যান তদন্ত ১ জন চেইনম্যান ১ জনের পদও ফাঁকা রয়েছে দীর্ঘ দিন ধরে। কর্মকর্তা না থাকায় আমাদের মাঠপর্যায়ের কাজ ব্যাহত হচ্ছে। অফিসটি পরিচালনা করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।
Leave a Reply