পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: “হাত ধোয়ার অভ্যাস গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস অক্টোব-২০১৬ উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াশ ইনস্কুল প্রজেক্ট, এসকেএস ফাউন্ডেশন ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকতারুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার হোসেন, সহকারী শিক্ষক জাফিরুল ইসলাম, ইমাম মোঃ খালিদ পাশা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, ওয়াশ ইনস্কুল প্রজেক্ট উপজেলা ম্যানেজার আব্দুর রউফ, টেকনিক্যাল অফিসার আলম মিয়া, ওয়াশ প্রমোশন অফিসার সুলতানা বাহার প্রমুখ। পরে ছাত্রীদের হাত ধোয়া দিবস উপলক্ষ্যে ধাত ধোয়ার গুরুত্ব ও এর প্রয়োজনীয়তার ওপর কুইজ প্রতিযোগিতা, ধাত ধোয়া প্রদর্শন, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। ছবি সংযুক্ত
Leave a Reply