মহাস্থান (বগুড়া) থেকে নুরনবী রহমান: বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের হাতিবান্দা পীরগাছা রাস্তার বেহাল দশা হওয়ায় জনগনকে চরম দুর্ভগ পহাতে হচ্ছে। হাতিবান্দা-পীরগাছা রাস্তার পাশে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ,ভুমি অফিস, উচ্চ বিদ্যালয়, দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাফেজিয়া মাদ্রাসা, কালীমন্দির, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা, কল্যাণ উপ-কেন্দ্র, পল্ট্রিফ্রার্ম, কমিউনিটি ক্লিনিকসহ পীরগাছা বন্দর এই রাস্তার পাশে অবস্থিত হওয়ায় রাস্তাটিতে সবসময় যানবাহন চলাচল করে। বগুড়া সদর, গাবতলী ও সোনাতলার বিভিন্ন এলাকার মানুষ তাদের কৃষিপণ্য, ফার্নিচার সমগ্রী, গবাদী পশু, ঐতিহাসিক মহাস্থান হাটে বিক্রয়ের জন্য এই রাস্তায় যাতায়াত করে।
অত্র এলাকার জিয়ারতকারিগণ মহাস্থান মাজার জিয়ারত ও ভ্রমনকারিগণ মহাস্থান যাদুঘর ভ্রমনের একমাত্র এই রাস্তাটির কার্পেটিং ও খোয়া উঠেগিয়ে খানা খন্দের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুকি নিয়ে জানবাহান চলাচল করছে। বিশেষ করে আখলাজিয়ার করতোয়ার শাখা নদীর উপর কালভাটটির দুপাশে ডেবে যাওয়ায় মরন ফাদে পরিনত হয়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করায় ভেঙ্গে চলাচলের প্রায় অনুপযোগী হওয়ায় জনগনকে চরম ভোগান্তি পহাতে হচ্ছে। এলাকাবাসি রাস্তাটি সংস্কার করে জনদুর্ভগ লাঘবের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে।
Leave a Reply