সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই জমে উঠলেও বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।
জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নে ইউপি নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হলেও সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ প্রায় ১১ নং হরিপুর ইউপি নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রফিকুল ইসলাম রঞ্জু জাপা (এ) মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও একই পদে তার সহধর্মীনি রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করায় ওই ইউনিয়নের ১৪ হাজার ৩শ ৮৮ জন ভোটারের মাঝে চমক সৃষ্টি হয়েছে। ভোটারদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তারা এখন বিপাকে পড়েছেন স্বামী-স্ত্রীর মধ্যে কাকে ছেড়ে কাকে ভোট দেবেন।
Leave a Reply