কাহালু(বগুড়া)প্রতিনিধি: কাহালুর বীরকেদার ইউনিয়নের জোগারপাড়ার দুলালী নামক এক গৃহবধুর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ঐ গ্রামের বাদল নামক যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
জানাগেছে গত শনিবার রাত দেড়টার দিকে যোগারপাড়ার বাবলুর লম্পট পুত্র বাদল(২৪) একই গ্রামের আব্দুল জলিলের পুত্র গোলাম রব্বানী(৩২) এর স্ত্রী ৩ সন্তানের মা দুলালীর ঘরে প্রবেশ করে অসামাজিক কাজে লিপ্ত হয়। এসময় ট্রাক চালক দুলালীর স্বামী গোলাম রব্বানী বাড়ীতে এসে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ঘরে তালা বদ্ধ করে প্রতিবেশী লোক জনদের সাথে নিয়ে লম্পট বাদলকে আটক করে। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে বাদলকে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় সকালে স্থানীয় ইউপি সদস্যে ও পুলিশের উপস্থিতিতে গোলাম রব্বানী তার স্ত্রী দুলালীকে তালাক প্রদান করেন। দুলালী নওগাঁ সদরের শালুকার আব্দুস ছাত্তার চৌধুরীর কন্যা।
এদিকে পুলিশ থানা থেকে লম্পট বাদলকে ছেড়ে দিয়েছে।এব্যাপারে কাহালু থানার এস আই মতিয়ার রহমানের সাথে কথা বলা হলে তিনি বলেন ঘটনা টি সাজানো ছিল। তাহলে কি মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে ৩ সন্তান,স্বামী সহ সংসার ফেলে কেন হতভাগীনি দুলালীকে চলে যেতে হলো ? এলাকাবাসীর প্রশ্ন।
Leave a Reply