সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্ল্াপাড়ায় ট্রাকের চাপায় ইসমাইল (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুর ২টায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের উল্ল্াপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল কামারখন্দ উপজেলার নান্দিয়া কামালিয়া গ্রামের সোবহান ভূইয়ার ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, রোববার দুপুর ২টার দিকে পথচারী ইসমাইল পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Leave a Reply