সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার মৎস্য ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে ভটভটির উপরে চড়ে মাছ সরবরাহ করছেন। উপজেলার শোভাগঞ্জ, ধর্মপুর, ধুবনী, পাঁচপীর, সীচা, বামনডাঙ্গা, ধোপাডাঙ্গা, বালারছিড়া, শ্রীপুর, মাঠেরহাট, ডোমেরহাটের মৎস্য ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সুন্দরগঞ্জ মাছের আড়তে ভটভটি যোগে মাছ পাইকারী দামে ক্রয় করে নিয়ে যায়। ভটভটির ভিতরে খাঁচা ভর্তি মাছ আর উপরের ছাদে গাদা-গাদি করে মানুষ পরিবহন করছে। এতে করে বাড়ছে যে কোন মহুর্তে দুর্ঘটনার সম্ভাবনা অন্যদিকে বাড়ছে জীবনের ঝুঁকি।
ওই সমস্ত নি¤œ আয়ের মৎস্য ব্যবসায়ীরা অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে মাছ ক্রয়-বিক্রয় করে মিটাচ্ছে বাজারের চাহিদা। এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাটের মাছ ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র, লাল মহন্ত, অমুল্য ও শোভাগঞ্জের ব্যবসায়ী জয়ন্ত, অমলের সাথে কথা হলে তারা জানান, প্যাটে খাইলে পিটে সয় বউ ছইলের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে পয়সা বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয় দাদা। হামরা নি¤œ জাতের মানুষ হামার খোজ-খবর কেউ নেয় দাদা। এ প্রতিনিধিকে এভাবে তাদের অনুভূতি প্রকাশ করেন অতিতের জেলে সম্প্রদায়ের আজকের মাছ ব্যবসায়ীরা। সব মিলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
Leave a Reply