চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ ৮শ’ গ্রাম গান পাউডারসহ ফিরাতুল কে(৪৫) আটক করেছে। ফিরাতুল মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামের আযুব আলীর ছেলে।গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফকির খালি ব্রীজের নিকট থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাকি সহযোগিরা পালিয়ে যায়।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পায় দামুড়হুদার কাপার্সডাঙ্গা এলাকা দিয়ে একটি দুবৃত্তদল মেহেরপুরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিত্বে তার নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাড়ির এ এসআই মুহিত সঙ্গীয় ফোস নিয়ে কার্পাসডাঙ্গার ফকির খালি ব্রীজের নিকট চেকপোষ্ট বসায়। এর পর রাত ৩টার দিকে একদল দুবৃত্ত কার্পাসডাঙ্গার ফকির খালি ব্রীজের নিকটে পুলিশের উপস্থিতি টের পেয়ে মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামের আয়ুব আলীর ছেলে ফিরাতুল ওরফে ফিরা ওরফে সিরাজুলকে(৪৫) আটক করলে ও তার অপর ৭/৮জন সহয়োগী পালিয়ে যায়। পরে ফিরার দেহ তল্লাশি করে ৮শ’গ্রাম দুই ধরনের গান পাউডার উদ্ধার করে। আটককৃত ফিরার বিরুদ্ধে একাধিক হত্যা, চুরি, ডাকাতি, ছিনতায়সহ ৯টি মামলা রয়েছে।
Leave a Reply