
পঞ্চগড় থেকে আবু সাঈদ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন আলাল কে সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ই্উনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিয়ে জানা গেছে। জানা গেছে, সোমবার ইউনিয়ন আওয়ামীলীগের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
দলীয় সুত্রে জানা গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত কে উপেক্ষা করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য ওই ইউনিয়নে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মনিরুজ্জামান শ্যামল কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।
কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলা উদ্দীন আলাল চেয়ারম্যান পদে প্রতিন্দন্দ্বিতা করে। বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি,আলাল উদ্দীন আলালের অব্যাহতির বিষয়টি ইউনিয়ন আওয়ামীলীগ সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
Leave a Reply