পাবনা প্রতিনিধি: ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনষ্টেবল পদে চাকুরী নেয়ার চেষ্টার অভিযোগে পাবনায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। আজ সকালে জেলার ভাঙ্গুড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ভাঙ্গুড়ার গোবিন্দপুর গ্রামের রবিউল করিম (২৬), জেল হক আলী (২৫), আমিরুল ইসলাম (২৭), গোপালপুর গ্রামের রহমত উল্লাহ (২৫) ও সাতবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান (২৭)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গত ২৫ সেপ্টেম্বর পুলিশ কনষ্টেবল পদে লোক বাছাই করা হয় পাবনা পুলিশ লাইনে। এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার ৫ যুবক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকুরী নেয়ার অপচেষ্টা করেন। যাচাই বাছাইয়ের সময় তাদের মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া প্রমানিত হওয়ায় আজ সকালে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।
এ বিষয়ে আটক ৫ জনের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে, তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে। পরে আটক ৫ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
Leave a Reply