পাবনা থেকে আব্দুল লতিফ রঞ্জু: চাকুরী থেকে ছাটাই বন্ধ, পুনরায় নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকুরী স্থায়ী করার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা।
মঙ্গলবার সকালে পাবনার চাটমোহরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মরত চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি পালন করে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয়। এ সময় দাবি সম্বলিত একটি স্মারকলিপি সমিতির জেনারেল ম্যানেজারের কাছে দিতে গেলে তিনি গ্রহণ করেননি।
পরে কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। এ সময় তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার যোগাসাজশে দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের একের পর এক নিয়ম না মেনে চুক্তিভিত্তিক চাকুরী নবায়ন করা হচ্ছে না, পাশাপাশি কোনো দপ্তারাদেশ ছাড়াই চাকরিচ্যুত করা হচ্ছে। অনেককে স্বাক্ষর করতে দেয়া হচ্ছেনা, কাজেও যোগ দিতে দিচ্ছে না।
এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। তাই প্রধানমন্ত্রীর কাছে চাকুরী থেকে ছাটাই বন্ধ, পুনরায় নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকুরী স্থায়ী করার দাবি জানান ভুক্তভোগীরা। কর্মসূচী থেকে মঙ্গলবার থেকে আগামী তিনদিন কমবিরতি পালনের ঘোষণা দেন এসব কর্মচারীরা।
Leave a Reply