ফরিদপুর থেকে মাহাবুবুল ইসলাম পিকুল: ফরিদপুরে এক লাখ ১০ হাজার মিটার জাল, পাঁচ মন ইলিশ সহ ১১ জেলেকে মাছ ধরা অবস্থায় আটক করেছে জেলা প্রশাসন। গত রবিবার সারা রাত অভিযান চালিয়ে ফরিদপুরের পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে মাছ ধরা অবস্থায় তাদেরকে আট করে। এসময় তাদের কাছে থেকে জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে তাদেরকে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া জানান, সরকার ঘোষিত ২২ দিনের কর্মসুচির আওতায় জেলেরা এই ২২ দিনে মাছ ধরা বন্ধসহ ইলিশ মাছ ক্রয় ও বিক্রয় করতে পারবে না। কিন্তু সরকারী আদেশ উপেক্ষা করে তারা মাছ নিধন করছিল।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনদিপ ঘড়াই বলেন, আটক জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দ করা মাছ বিভিন্ন এতিম খানায় প্রদান ও কারেন্টজাল পুড়িয়ে ফেলার নির্র্দেশ দেয়া হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা নওশের আলী বলেন, সরকর ঘোষিত ২২ দিনে মাছ ধরা ক্রয় ও বিক্রি বন্ধ। এর বিরুদ্ধে অঅ,দের এ অভিযান।
https://youtu.be/Iv4CaQ2Prug
Leave a Reply