চুয়াডাঙ্গা থেকে মিরাজুল ইসলাম: চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে ভারতের কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষুধ, শাড়ি-থ্রি পিস জব্দ করেছে কাস্টমস। শনিবার দুপুরে যশোর কমিশনারেটভুক্ত দর্শনা কাস্টমস স্টেশনের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ ও শাড়ি-থ্রি পিস জব্দ করতে সক্ষম হয়।
দর্শনা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার পারভেজ রেজা চৌধুরী জানান, শনিবার বেলা ১২টায় ভারতের কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ভারতের গেদে রেলস্টেশনে কাস্টমস-ইমিগ্রেশন শেষে দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে পৌছায়। এ সময় ওই ট্রেনটিতে তল্লাশি চালিয়ে
ভারতীয় অবৈধ ১০ লাখ টাকা মুল্যের বিভিন্ন প্রকারের ঔষুধ ও ৭ লাখ টাকার শাড়ি-থ্রি পিস জব্দ করা হয়। সহকারী কমিশনার পারভেজ রেজা চৌধুরীর নের্তৃত্বে এ অভিযানে অংশ নেন দর্শনা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল চৌধুরী, তুষার কান্তি ঘোষ ও সহকারী রাজম্ব কর্মকর্তা মনির হোসেন।
Leave a Reply