সিংড়া (নাটোর) থেকে রাজু আহমেদ: নাটোরের সিংড়ায় সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষ রোপনে অংশগ্রহণকারী ৫৬জন ( পুরুষ ৩৮ ও মহিলা ১৮জন) উপকারভোগীদের মাঝে ২৭লাখ ৬৬হাজার ৯শত ৮০টাকা শেয়ারের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা বন বিভাগের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি ভবন হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম। এসময় রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা বন কর্মকর্তা আবদুল্লাহ হারুনসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply