উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে ভোলার তজুমদ্দিনে দূর্গাপূজা
-
Update Time :
সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
-
২৫
Time View
তজুমদ্দিন (ভোলা) থেকে মোহাম্মদ তন্ময়: ভোলার তজুমদ্দিন উপজেলায় ৫টি ইউনিয়নের ১১টি পূজামণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুৃষ্ঠিত,প্রতিবছরের তুলনায় এবছর অত্যাধিক জমজমাট কোলাহোলে পালিত হতে দেখা গেছে।
পূজা কমিটি পরিষদ সূএে জানা গেছে, গতবছরে উক্ত উপজেলায় ১২টি মন্ডপে পূজা অনুৃষ্ঠিত হয়। কিন্তু এবছর একটি পূজা মন্ডপ কমিটি সংক্রান্ত বিষয়ে,একটি বাদে ১১টি মন্ডপে জাঁকজমক মনোরম পরিবেশে শারদীয় দূর্গা পূজা উর্যাপিত হয়েছে।
এদিকে নিমচাঁদের সভাপতি বিমুল চন্দ্র দাঁস,বৈনঠাকুর বাজারের সভাপতি অবিন্বশর দাঁস,দাসের হাট বাজারের পূজা কমিটির সভাপতি কাজল চন্দ্র দাস জানান,দূর্গাপুজা হিন্দু সম্পদায়ের বড় ধর্মীয় উৎসব।যাহা আমাদের সকল পূজার বার্ষিক আনন্দ উৎসব।
গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক টাকা ব্যয় ও সরকারী অনুদানে পূজামন্ডপকে সুসজ্জিত ভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি।আমাদের পরিচালনা কমিটির পাশাপাশি প্রশাসন রয়েছে কঠোর নজরদারী।এছাড়াও আমাদের এমপি মহোদয় সহ রাজনৈতিক নেতৃবিন্দুরা পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করছে।
উপজেলার প্রায় সংখ্যক পূজার স্থানের সামনে হরেক রকমের দোকান বসছে। বিকালে পূজামন্ডপে আসতে শুরু করছে অসংখ্য মানুষ।পূজা মন্ডপের সামনে নাচ,গান,যাএা সহ বিভিন্ন কোলাহোল উৎসবের আয়োজন করেছেন কর্তৃপক্ষ।
এলাকা ঘুরে দেখা গেছে-হিন্দু পরিবারের ঘরগুলো সাজে সজ্জিত পরিপাটি,সন্ধ্যায় মোমবাতি,আতর বাজি,ডোল, শানাই বাজিয়ে,গম পাটিয়ে দূগোৎসব কৌতুহলীর মধ্যে দিয়ে পালন করছে।এলাকা বাহিরের লোক সহ অধিকাংশ বিবাহিত কন্যারা বাপের বাড়িতে এসে পরিবার পরিজনদের সাথে পূজা কাটাচ্ছে এবং পূজামণ্ডপে গিয়ে প্রনাম করছে।
হিন্দু সম্প্রাদয়ের নন্দুলাল,শুভ মজুমদার,সবীতা রানী সহ বেশ কয়েকজন জানান, আমারা সকালে ও বিকাল থেকে সন্ধ্যায় ঠাকুর দেখতে বের হই।পুরো ভোলার পূজামণ্ডপ ঘুরতে খুব ব্যস্তসময় পাড় করছি এবং আশাবাদী মনের যেসব কালিমা আছে,তা দেবী দূর্গা দূর করে দিবেন।তজুমদ্দিন পূজা মন্ডপে চরফ্যাশনের বনর্শ্রী মজুমদার,সৌরব ও দীপকর দাস সহ বেশ দর্শনার্থীরা জানান,এখানকার কয়েকটি মন্ডপে ঠাকুর দেখা শেষ করছি।দেখলাম শারদীয় দুর্গাপূজার
কেন্দ্রগুলো খুব জমজমাট।অন্যদিকে পুলিশ,আনসারেরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা।থাকছে কিছুক্ষন পর পর পুলিশের বাড়তি টহল।দর্শনার্থীরা আরো বলেন, অনেকে কষ্ট সাধ্য করে আসছি বটে।ঠাকুর আমাদের প্রত্যাশা, মনের সকল কালিমা দূর করে দিবেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply