বগুড়ার মহাস্থান থেকে নুর নবী রহমান: বগুড়ায় টিএমএসএস নির্মানাধীন ছাত্রী নিবাসে সান সেট ধ্বসে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৭ জন।
নিহত শ্রমিকের নাম আব্দুল মমিন (৩৫) সে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকার বাড়ইপাড়া গ্রামের টুকু মিয়ার ছেলে। আহতরা হলো- বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে রিপন, গোকুল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের মোশারফ
হোসেন এর ছেলে ফারুক, একই গ্রামের ধলু মিয়ার ছেলে খোরশেদ আলম, আলমের ছেলে রকি, বানদিঘী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে উজ্জল হোসেন, একই গ্রামের মীর মোহাম্মদের ছেলে জহুরুল ইসলাম, শেখেরকোলা গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে আব্দুর রউফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারী সংস্থা টিএমএস রফাতুল্লাহ হাসপাতালের পিছনে করতোয়া নদী ভরাট করে ৯তলা বির্ল্ডি নির্মান করে। সেই বিল্ডিং এর সাথে গাড়ি পার্কিং এর জন্য আরও একটি সংযুক্ত সান সেট নির্মান করছিল। সোমবার প্রচন্ড বৃষ্টির কারণে উক্ত সান সেটটি হঠাৎ ধ্বসে পড়ে।
এসময় বেশ কয়েকজন শ্রমিক সান সেটটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন জানায়,
বগুড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো: ইউনুস আলী জানান, সোমবার সন্ধ্যায় খবর পেয়ে তাদের একটি টিম
সহ ৩ টি ইউনিট টিএমএসএস এলাকায় পৌছে উদ্ধার অভিযান শুরু করেন। তিনি জানান, একজনের লাশ উদ্ধার করতে পেরেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে তারা মোট ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সজিমেক হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাহানা আখতার জাহান, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মশিউর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন, ইন্সেপেক্টর তদন্ত আসলাম আলী, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী ইনর্চাজ এস আই রবিউল ইসলাম সহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply