কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর ঈদগা মাঠের জমি জাল দলিল করে দখলের পায়তারা চলছে। এ নিয়ে অনেকবার স্থানীয়ভাবে দেন দরবার করে মীমাংসা না হওয়ায় অবশেষে থানায় অভিযোগ করেছে উল্লাপাড়া গ্রামের শাহজাহান আলী। ওই জমিকে কেন্দ্র করে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
কাজিপুর থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮/৩/১৯৯৮ সালে ঈদহা মাঠ সম্প্রসারণের প্রয়োজনে ঈদগাহ কমিটির তখনকার সভাপতি বাদী শাহজাহান আলীর কালিকাপুর মৌজার আরএস খতিয়ান নং-৫৩৪ এবং দাগ নং-২১৭৫ এর ৯ শতাংশ জমির সাথে ঈদগা মাঠের আরএস খতিয়ান ১০ এবং দাগ নং-২৩২৫ এর ৯ শতাংশ জমির এওয়াজ বদল দলিল সম্পাদন করেন।
তখন থেকে উভয়ে যার যার অবস্থান বুঝে নিয়ে ভোগদখল করে আসছে। পরবর্তিতে ঈদগাহ মাঠের সভাপতি পরিবর্তন হলে তার সাথে পরামর্শ করে শাহজাহান আলীকে প্রদত্ত ঈদগা মাঠের জমিটি মামলার বিবাদী উল্লাপাড়া গ্রামের জহির উদ্দিন জাল দলিল করে। বর্তমানে তারা ওই জমি দখলের পায়তারা করছে।
এ নিয়ে গত রবিবার বিবাদী মনির হোসেন, আব্দুল বারিক ও ইঞ্জিল দোকানদার বাদী শাহজাহান আলীকে নানাপ্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাজিপুর থানার এসআই বদরুদ্দোজা জিমেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান উভয়পক্ষের কাজগপত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply