পত্নীতলা (নওগাঁ) থেকে ইখতিয়ার উদ্দীন আজাদ: নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রের পুনঃরায় ভোট গ্রহণ আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন বাংলাদেশ।
জানা যায়, গত ৩১ মার্চ ২০১৬ ইং তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে কাউন্সিলর প্রার্থীদের ভোট গ্রহণ নিয়ে অভিযোগ থাকায় উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদের কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করেন নির্বাচন কমিশন।
পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল হোসেন জানান, স্থগিত হওয়া উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদের কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পুনঃরায় ভোট গ্রহণ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হইবে।
Leave a Reply