সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জে এবারে পারিবারিক বাস্তুকালির মন্দিরে অগ্নিসংযোগের পর প্রতীমা নিয়ে যাবার সময় হাতে লেখা একটি চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা।
বিভিন্ন তথ্যে জানা যায়, শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার পশ্চিম ছাপড়হাটী (ডুরামারী) গ্রামের স্বর্গীয় গগেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নরেন্দ্র নাথ বর্মণের বাড়ির বাহির আঙ্গিনায় অবস্থিত পারিবারিক বাস্তকালির মন্দিরে কে বা কারা অগ্নিসংযোগ করে প্রতীমা নিয়ে যাওয়ার সময় একটি হাতে লেখা চিঠি রেখে যায়। শনিবার সকালে এসব কিছু দেখতে পেয়ে প্রশাসনকে অবগত করা হয়।
বিকালে রংপুর রেঞ্জের পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (প্রশাসন)- বশির আহম্মদ পিপিএমবার, গাইবান্ধা জেলা পুলিশ সুপার-মোঃ আশরাফুল ইসলাম পিপিএম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)-মুহাম্মদ হাবিবুল আলম, থানা অফিসার ইনচার্জ-ইসরাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম বলেন-অপরাধীদের চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।
Leave a Reply