শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামে কেজি স্কুলের ছাত্রী শিশু কন্যা তানিয়া আক্তার (৭) কে ধর্ষণের খবর পাওয়া গেছে। এঘটনায় শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে তানিয়ার মা রুপসি বেগম। শিবগঞ্জ থানা পুলিশ ধর্ষক রবিউল ইসলাম (১৪) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের দক্ষিণ মাটিয়ান গ্রামের মৃত আনছার আলীর শিশু কন্যা তানিয়া বেগম বেলতলি কেজি স্কুলে পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় সে গত বৃহস্পতিবার বিকাল ৩টায় শিক্ষক দুদু মিয়ার কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে মৃত তছলিম উদ্দিনের বাড়ির কাছাকাছি পৌছিলে ঘাতক একই গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (১৪) তাকে জোর পূর্বক টানা-হেচরা করে তার বাড়িতে নিয়ে যায় এবং তার বাড়ির খরি রাখার ঘরে নিয়ে গেয়ে তাকে বিবস্ত্র করে ধর্ষন করে।
পরে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে রবিউল ইসলাম পালিয়ে যায়। শিশুটি কাঁদতে কাঁদতে তার বাড়িতে এসে তার মাকে ঘটনাটি বললে তার মা আশেপাশের লোকজনের কাছে ঘটনাটি জানিয়ে তানিয়া দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এব্যপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষনিক রবিউলকে গ্রেফতার করেছি। যেহেতু রবিউল অপ্রাপ্ত বয়স্ক, তাই তাকে সংশোধনীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply