রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলা সদর বাজার থেকে ৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের মোহনপুর থানার পুলিশ মোহনপুর বাজার হতে বরইকুড়ি গ্রামের মৃত সন্তোষ কুমারের ছেলে সুফল কুমার (২৮) কে আটক করে। সে এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল।
মাদক ব্যবসায়ী সুফল জানান, ডে লেবার হিসেবে হাবিবুর রহমান ওরফে ল্যাংড়া হাবিব নামের মাদক ব্যবসায়ীর হয়ে কাজ করি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, আসামী সুফলকে মাদক দ্রব্যে আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply