ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে অবস্থিত পাবনা সুগার মিলের আওতাধিন সকল কৃষকদের নিয়ে মিল এলাকায় শুক্রবার বিকেল ৫টা থেকে রাত নয়টা পর্যন্ত আখ চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন এফ সি এম এ।
বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারন সম্পাদক ও জাতীয় পদক প্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান পরিচালক (সিডিআর) বিএসএফআইসি, প্রকৌশলী মাহাবুবর রহমান সচিব বিএসএফআইসি ও পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি জিএম সাইদুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন জিএম সম্প্রসারণ মোন্তাজুর রহমান, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, কৃষক আব্দুস সাত্তার, আনসার আলী ডিলু, নজরুল ইসলাম, আবু সাঈদ, সেলিম বিশ্বাস, রঞ্জু প্রামানিক, মাহাতাব উদ্দিন মোল্লা, মোন্তাজুর রহমান, সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ও গোলাপ হোসেন।
কৃষকেরা বলেন, আখের দাম বৃদ্ধি করে ১৫০ টাকা মন করতে হবে। আখের দাম বৃদ্ধি না হলে আখ চাষ বাড়বে কিভাবে। আখ উৎপাদনে কৃষি উপকরণ, কীটনাষক, সার, শ্রমিক ও জমির খাজনা বেড়েছে অনেক। সে তুলনায় আখের দাম বাড়েনি। নামমাত্র হারে আখের দাম বেড়েছে মন প্রতি মাত্র ১০ টাকা। সরকারি চাকুরীজীবিদের বেতন বেড়ে দ্বিগুন হয়েছে। এছাড়া সরকারি চাকুরীজীবিদের বেতন বোনাস প্রদান করা হয়। আখ চাষের উপর ভুর্তর্কি বাড়াতে হবে এবং সুদ মুক্ত ঋণ প্রদান করতে হবে। একই সাথে আখের ফলন বৃদ্ধিতে গবেষণামূলক কাজ করতে হবে। আখ চাষিদের দুই ঈদে বোনাস স্বরুপ ১০ কেজি চিনি বিনামূল্যে প্রদান করতে হবে। মিলে চাকুরীতে আখচাষিদের কোটা রাখতে হবে কৃষকদের ছেলে-মেয়েদের মিলে চাকরী প্রদান করতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের দাবির সাথে আমি একমত। আপনাদের প্রয়োজনে এখানে পাবনা সুগার মিল স্থাপন করা হয়েছে। আজকে যারা এখানে চাকরি করছেন তারা এক সময় এই মিলে থাকবেন না। কিন্তু আপনাদের উৎপাদন এবং মিল থেকে যাবে। তাই মিলকে বাঁচিয়ে রাখতে হলে আখ চাষ বৃদ্ধি করতে হবে। শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন মিল বেঁচে না থাকলে আপনাদের চাকরি থাকবেনা। আপনাদের প্রয়োজনে কাজের মাত্রা বাড়াতে হবে। আখচাষিদের সাথে ভালো ব্যবহার এবং তাদের সঠিক পরামর্শ প্রদান করতে হবে। তিনি কৃষকদের দাবি পূরণে সরকারের উচ্চ মহলে মতামত ব্যক্ত করবেন বলে এ কথা জানান।
Leave a Reply