টাঙ্গাইলের ঘাটাইল থেকে খাদেমুল মামুন: একইস্থানে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাকায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেঁচার আটা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ ছিল বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শুক্রবার বিকেলে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের পেঁচার আটা বাজার এলাকায় শহিদুল ইসলালম লেবু’র অনুসারী রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ধুলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা’র ফাসির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহবান করে।
অপরদিকে, একই সময় এমপি আমানুর রহমান খান রানা অনুসারীরা এমপি রানা সহ তাদের চার ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহ্বান করে। এতে করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়।
এ ঘটনায় ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পেঁচার আটা বাজার এলাকায় ফৌজদারি কার্যবিধি মোতাবেক ১৪৪ ধারা জারি করেন। এ ফলে উক্ত স্থানে সব রকম সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য পরিবহন ও ব্যবহার এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেন।
Leave a Reply