সাদুল্লাপুর, (গাইবান্ধা) থেকে : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় আবির হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) আনুমানিক রাত ৮টার দিকে সাদুল্যাপুর-ধাপেরহাট আঞ্চলিক সড়কের বকশীগঞ্জ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন সাদুল্যাপুর উপজেলার বোয়ালীদহ গ্রামের আনারুল ইসলামের ছেলে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর আবির তার বাবার সঙ্গে বকশিগঞ্জ বাজারে আসে।
এসময় সাদুল্যাপুর থেকে ধাপেরহাটগামী ডিম বোঝাই তুষার এন্টারপ্রাইজের একটি (ঢাকা-মেট্রো-ন ১১-৮৬৬৭) পিকআপ ভ্যান আবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply