বীরগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ নজরুল ইসলাম খান বুলু: দিনাজপুরের বীরগঞ্জে বৃহষ্পতিবার পাল্টাপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়াম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তোবারক আলী শাহ্ তাবারের ১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধা ৬টায় জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
মৃত্যুজনিত কারণে শুন্য পদে গণপ্রজাতন্ত্রী বাংলঅদেশ সরকারের পরিপত্র অনুযায়ী উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ৬ অক্টোবর মনোয়নপত্র দাখিল শেষ তারিখে আওয়ামীলীগের প্রার্থী মনোনিত প্রার্থী মোঃ
তোফাজ্জল হোসেন, বিএনপি’র মনোনিত প্রার্থী মোঃ তসলিম উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল উপজেলা নির্বাচন অফিসার শামষুল আযমের কাছে মনোয়নপত্র দাখিল করেছে। মনোয়নপত্র বাছাই ৭ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার শেষ তারিখ ১৪ অক্টোবর ও ভোট গ্রহন ৩১ অক্টোবর ।
Leave a Reply