দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার বেলা ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের ঝাঝিরা গ্রামে খড়ের গাদা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, গ্রামবাসিদের মাধ্যমে খবর পেয়ে গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের ঝাঝিরা গ্রামে মতিয়ার রহমান এর খলায় খড়ের গাদায় বিশেষ ভাবে লুকিয়ে রাখা দুটি পোটলা উদ্ধার করা হয়। এ সময় গ্রামবাসীদের সামনে পোটলা দুটি খুলে সেই পোটলায় আমদানি নিষিদ্ধ ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
এই ঘটনায় এসআই শাহ আলম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়, খড়ের গাদা থেকে ফেন্সিডিল উদ্ধার হওয়ায় ওই এলাকাবাসিদের উপচে পড়া ভিড় জমে। এ সময় মতিয়ারের এর জামাতা একই গ্রামের আনসার আলীর ছেলে খাদেমুল ইসলাম বলেন, সকাল ৯টার সময় তার শ্বাশুড়ি
আমেনা বেগম বাড়ীর ঝাড় দেওয়া ময়লা ফেলতে গিয়ে খড়ের গাদায় লুকিয়ে রাখা দুটি পোটলা দেখতে পায়। এরপর তার শ্বাশুড়ি বিষয়টি বাড়ীতে আলোচনা করলে সে থানা পুলিশকে খবর দেয়।
Leave a Reply