এশিয়ানবার্তা: বাংলাদেশ আজ অনেক দিক থেকেই উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে গেছে, পৃথিবীর অনেক দেশকেই ছাড়িয়ে গেছে। দেশের অভ্যন্তরে উন্নয়ন অগ্রগতি তরান্বিত হচ্ছে। উন্নয়ন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হওয়া উচিত। কিন্তু অন্যান্য দেশের তুলনায় তেমন কর্মসংস্থানের সুযোগ সেভাবে সৃষ্টি হচ্ছে না। মানুষ আজ নতুন নতুন মেকানিজম সৃষ্টি করছে। অনেক দেশ কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করছে। আর এ মেশিনের মাধ্যমে অনেক দুরূহ কাজ সম্পন্ন হচ্ছে। যতবেশি মেশিনের উদ্ভাবন হচ্ছে, ততবেশি মানুষ কর্মসংস্থানহীন হয়ে পড়ছে। বাংলাদেশে এ হার বর্তমানে বেশি পরিলক্ষিত হচ্ছে। যার মূল কারণÑ বিনিয়োগ ঘাটতি। দেশে বিনিয়োগের হার আগের তুলনায় কমে গেছে। বিভিন্ন সময় জঙ্গি-সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে বাংলাদেশকে, যার ফলে বিনিয়োগে দেশ পিছিয়েছে গেছে। ফলে নতুন কোনো শিল্প-কলকারখানা, শিল্প উদ্যোক্তার সৃষ্টি হয়নি। কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন বেশ পিছিয়ে আছে, এ বিষয়টি বেশ উদ্বেগজনক।
কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি খুবই জরুরি। ইতোমধ্যেই সরকার বিনিয়োগ বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। কারণ বিনিয়োগ পরিবেশ সৃষ্টি না হলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে উৎসাহিত হবেন না। তাতে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে না। বর্তমান সরকার দেশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে, যাতে বিদেশিরা নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী হয়। সরকারের পাশাপাশি দেশের সাধারণ মানুষও কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। নিজ উদ্যোগে নতুন কোনো ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। সরকার থেকে সাধারণ জনগণÑ সবার উদ্যোগ, আগ্রহ ও উদ্ভাবনী ক্ষমতায় দেশে ধীরে ধীরে হলেও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এমনটি অব্যাহতভাবে করতে থাকলে একসময় ঠিকই কর্মসংস্থান সৃষ্টিতে অনেক এগিয়ে যাবে বাংলাদেশ।
Leave a Reply